স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যাত্রা-৩

বিডিপি ডেস্ক 12/12/2023, TUESDAY, 23:58:45

বিসমিল্লাহির রাহমানির রাহিম

স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যাত্রা এ শিরোনামে কয়েকটি পর্বে এই দল গঠনের উদ্দেশ্য এবং কর্মসূচি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ দেয়া হলো- তৃতীয় পর্ব

 

যে প্রত্যয়ে মোহাম্মদ আলী জিন্নাহর ১৪ দফা সমর্থন দিয়ে বাংলাদেশের মানুষ ব্রিটিশ শোষণ থেকে মুক্তি চেয়ে অর্থনৈতিক উন্নতি ও শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৪৭ সালে আলাদা রাষ্ট্রে শরিক হয়েছিল- অচিরেই সে স্বপ্ন ভূলুণ্ঠিত হল। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের আন্দোলনে শরিক হয়ে এদেশের মানুষ পাকিস্তানি শোষণ থেকে মুক্তির মাধ্যমে দেশকে স্বাধীন করল।

স্বাধীনতার একান্ন বছর পরও মুক্তিযুদ্ধের ঘোষণার সেই ভোটাধিকার, স্বেচ্ছাচারিতা, বিশ্বাসঘাতকতা, আত্মনিয়ন্ত্রণাধিকার, সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের হাহাকার, জনগণের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ও আইনানুগ-নিয়মন্ত্রান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ভুল ব্যাখ্যা করে জনগণকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা চলছে।

পাকিস্তান যে প্রক্রিয়ায় বাঙালি সাহিত্য ভাষা ও কৃষ্টি-সংস্কৃতির পরিবর্তন করতে চেষ্টা করেছিল একইভাবে বর্তমানেও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন চলমান। শিক্ষাকে নৈতিক ও মানবিক মর্যাদার বিরোধী হিসেবে গড়ে তোলা হচ্ছে। অধিকার হারা মানুষ সর্বক্ষেত্রে তার অধিকারের জন্য সংগ্রামরত। বাংলাদেশের অধিক সংখ্যক রাজনৈতিক দল ৫১ বছর যাবত এসব দাবিতে আন্দোলন করছে।

একাধিক দল রাষ্ট্র পরিচালনার সুযোগও পেয়েছে। কিন্তু বাংলাদেশীদের মুক্তিযুদ্ধের চেতনার দাবি কতটুকু পূরণ হয়েছে? এসব প্রশ্ন এবং সমাধান অর্জনের লক্ষ্য থেকে ১লা মার্চ ২০২২ সালে যাত্রা শুরু বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির।

চলবে…

সর্বশেষ

‘প্রজাতন্ত্র নয় গণরাষ্ট্র বানাতে বিজয় দিবসের চেতনাকে কাজে লাগাতে হবে’ সিলেট মহানগরের শীত বস্ত্র বিতরণ গোলাপগঞ্জ উপজেলায় শীতবস্ত্র বিতরণ মুক্তিযুদ্ধের চেতনা, বিভক্ত রাজনীতি স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যাত্রা-১ স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যাত্রা-২ স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যাত্রা-৩ স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যাত্রা-৪ স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যাত্রা- ৫ স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যাত্রা- ৬
Loading...