স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যাত্রা-২

বিডিপি ডেস্ক 15/09/2023, FRIDAY, 22:13:09

বিসমিল্লাহির রাহমানির রাহিম

স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যাত্রা এ শিরোনামে কয়েকটি পর্বে এই দল গঠনের উদ্দেশ্য এবং কর্মসূচি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ দেয়া হলো- দ্বিতীয় পর্ব

মুক্তিযুদ্ধের ঘোষণা বা স্বাধীনতার ঘোষণাপত্র the proclamation of independence (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫০(২) এর সপ্তম তফসিলে) নির্যাতিত ও বিভিন্নভাবে উপেক্ষিত হয়ে যে বিষয়গুলো উল্লেখ করা হলো-

১. অবাক নির্বাচনের স্বীকৃতি, সংখ্যাগরিষ্ঠ জনগনের অস্বীকার করার প্রতিবাদ।
২. স্বেচ্ছাচারী ও বেআইনি (arbitrarily and illegally) সিদ্ধান্তের চ্যালেঞ্জ।
৩. অন্যায় ও বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ(Unjust and treacherous war)।
৪. জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্জনের (the legitimate right of self- determination of the people of Bangladesh) লক্ষ্যে স্বাধীনতার ঘোষণা।

৫. দমনমূলক কার্যকলাপের(Committing repressive measures) প্রতিবাদ।
৬. রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের(the people of Bangladesh whose will is supreme) স্বীকৃতি।

৭. বাংলাদেশের জনগণের সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের(In order to ensure for the people of Bangladesh equality, human dignity and social Justice) প্রতিশ্রুতি।

৮. পারস্পারিক আলোচনার(mutual consultation) স্বীকৃতি।
৯. বাংলাদেশের জনগণের জন্য আইনানুগ ও নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার (To give the people of Bangladesh an orderly and just government) ওয়াদা।

মাতৃভূমির উপর জুলুম, নির্যাতন, নিপীড়নের শৃংখল মুক্তির উচ্ছ্বাসা থেকে উল্লেখিত বিষয়গুলোকে প্রতিষ্ঠার লক্ষ্যে দেশপ্রেমী অসংখ্য বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জন্ম নিলো স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

সর্বশেষ

‘প্রজাতন্ত্র নয় গণরাষ্ট্র বানাতে বিজয় দিবসের চেতনাকে কাজে লাগাতে হবে’ সিলেট মহানগরের শীত বস্ত্র বিতরণ গোলাপগঞ্জ উপজেলায় শীতবস্ত্র বিতরণ মুক্তিযুদ্ধের চেতনা, বিভক্ত রাজনীতি স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যাত্রা-১ স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যাত্রা-২ স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যাত্রা-৩ স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যাত্রা-৪ স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যাত্রা- ৫ স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যাত্রা- ৬
Loading...